সাধারণ

পানছড়িতে প্রতিবন্ধী শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

 

পানছড়ি প্রতিনিধি : শান্তি ,সম্প্রীতি ও উন্নয়নকে সামনে রেখে জেলার পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোন অসহায় প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। ২৪ জানুয়ারী ২০২১ সোমবার ১১ টায় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি মেনে ৩ বিজিবি লোগাং জোনের সহায়তায় অসহায় প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মেজর মো. জসিম উদ্দিন ( মেডিক্যাল অফিসার)। এ সময় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহাম্মদ, নায়েব সুবেদার আঃ রাজ্জাক ,পানছড়ি উপজেলা প্রতিবন্ধী কল্যান সংঘের সভাপতি হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রতিবন্ধী কল্যান সংঘের সভাপতি হাসানুজ্জামান আবেগ আপ্লুত হয়ে লোগাং জোন ৩ বিজিবি অসহায় প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করায় ভূয়সী প্রশংসা করেন। আমরা সরকার ও সমাজের বিত্ববানদের কাছে অনুরোধ করছি- অসহায় প্রতিবন্ধীদের সমাজে বেঁচে থাকার সহযোগীতা করুন। লোগাং জোন ৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত আলম পিএসসি জানান, মানবিক সহায়তা মানুষের মৌলিক চাহিদা গুলোর অন্যতম। লোগাং বিজিবি জোন ধর্ম বর্ণ নির্বশেষে সকল শ্রেণীর মানুষের মাঝে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও চলমান থাকবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button