প্রতিনিধি : পানছড়ি থানা পুলিশ বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির মধ্যে একজন হলেন চিক্কো চাকমা, যিনি পানছড়ি উপজেলার ৩ নম্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাত্যা পাড়া গ্রামের অনিল বিকাশ চাকমার ছেলে। অন্যজন খজেন্দ্র ত্রিপুরা, ২ নম্বর চেংগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রমনী মোহন পাড়ার সলেন্দ্র ত্রিপুরার ছেলে।
১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে উপপরিদর্শক (এসআই) প্রতীক পালের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে পানছড়ি বাজারের প্রধান সড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসারে আদালতে প্রেরণ করা হয়েছে। পানছড়ি থানা পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
আপনার মতামত লিখুন :