দীঘনিালায় গাঁজাসহ মা-ছলেে আটক


admin প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৪, ৩:৫৩ অপরাহ্ন /
দীঘনিালায় গাঁজাসহ মা-ছলেে আটক

 

মো: সোহলে রানা: খাগড়াছড়ি দীঘনিালায় মরেুং ইউনয়িনরে বাঁচা মরেুং এলাকায় ছাত্র জনতা গাঁজাসহ ব্যবসায়ী মা ও ছলেকেে আটক করে থানায় হস্তান্তর করা হয়ছে।ে
১৫ আগস্ট বৃহম্পতবিার রাত সাড়ে ৯টায় গোপন তথ্যরে ভত্তিতিে দঘিীনালা উপজলোর মরেুং ইউনয়িনরে বাঁচা মরেুং এলাকায় ছাত্র জনতা গাঁজাসহ মোছা: রাবয়ো (৬০) ও তার ছলেে মো: মুক্তার হোসনে বাবুকে (১৮) আটক করে থানা পুলশিকে খবর দয়িে তাদরে কাছে হস্তান্তর কর।ে তাদরে দহে তল্লাশী করে গাঁজা ও নগদ ১৬শত টাকা পাওয়া যায়।
দীঘনিালা থানা অফসিার ইনর্চাজ মো: নুরুল হক বলনে, মোছা: রাবয়ো ও তার ছলেে মো: মুক্তার হোসনে বাবু এলাকায় গাঁজা ব্যবসা কর।ে আটককৃত আসামীদ্বয়কে শুক্রবার সকালে মাদক দ্রব্য নয়িন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্ররেন করা হয়ছে।