সাধারণ

পানছড়িতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রতিনিধি, পানছড়ি, খাগড়াছড়ি :

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে খাগড়াছড়ির পানছড়িতে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জানুয়ারি ২০২২ পানছড়ি থানার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, মাটিরাঙ্গা সার্কেল, মো. খোরশেদ আলম । পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিমের ওপেন হাউজ ডে-তে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি মো. আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, থানা তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ সহ স্থানীয় জনপ্রতিনিধি,সর্বশেষ তফসিল ঘোষণার পানছড়ি উপজেলার ৫ ইউনিয়নের নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলম তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে। আগামী মাসে এ এলাকায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রেখে নির্বাচনী আচরন বিধি মেনে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করুন।আমরা ও যে কোন সমস্যা আপনাদের পাশে আছি এবং থাকবো। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সুষ্ঠ নির্বাচনে সহযোগীতা সহ বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জন সাধারণ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button