প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী (৩ বিজিবি) লোগাং জোনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান ও বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি।
সহায়তা হিসেবে যা প্রদান করা হয়: চারটি অসহায় পরিবারকে চার বান্ডিল ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ ছয়জন অসহায় নারীকে সেলাই মেশিন, দুইটি পরিবারকে দুটি টিউবওয়েল, একজনকে মোমবাতি তৈরির মেশিন, একটি বৌদ্ধ বিহার সংস্কারের জন্য এক হাজার ইট, আটজন দরিদ্র ও দুস্থ ব্যক্তিকে আর্থিক অনুদান।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া বলেন, “পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩ বিজিবি নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
৩ বিজিবির এই জনসেবামূলক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, বরং মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।
আপনার মতামত লিখুন :