খাগড়াছড়ি
পানছড়ি ফুটবল একাডেমিকে ৩ বিজিবির ক্রীড়া সামগ্রী প্রদান

- শাহজাহান কবির সাজু, পানছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি ফুটবল একাডেমিকে ক্রীড়া সামগ্রী প্রদান করেছে ৩ বিজিবি লোগাং জোন। জোন অধিনায়ক লে: কর্ণেল জাহিদুল ইসলাম এসব সামগ্রী তুলে দেন। ৩ ডিসেম্বর শনিবার বিকেল ৪ টায় পানছড়ি উপজেলা পরিষদ মাঠে এসে জোন অধিনায়ক একাডেমির খেলোয়াড়দের সাথে মত বিনিময় করেন। একাডেমির পক্ষ থেকে খেলোয়াড়রা জোন অধিনায়ককে ফুলেল শুভেচ্ছা জানায়। জোন অধিনায়ক একাডেমির খেলোয়াড়দের সাথে দীর্ঘ সময় ধরে ফুটবল খেলেন এবং একাডেমির পাশে থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ৩ বিজিবির মেডিকেল অফিসার মো: মশিউর রহমান। উল্লেখ্য বিগত কয়েকদিনে লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ৩ বিজিবির পক্ষে থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।