পাঠ্যবই থেকে আদিবাসী শব্দ বাদ দেওয়ার দাবিতে এনসিটিবি ঘেরাও
নিজস্ব প্রতিবেদক:
স্কুল ও মাদ্রাসার পাঠ্য বই থেকে বিতর্কিত ‘আদিবাসী’ শব্দ বাদ দেয়ার দাবিতে এনসিটিবি ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফর সভারেনটি।
রোববার সকাল সাড়ে দশটায় মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি কার্যালয়ে সামনে সমাবেশ শেষে ঘেরাও কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এ সময় তারা জানান, আল্টিমেটাম দেয়া সত্বেও ২০২৫ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নিমিতি বই থেকে বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহী পরিভাষা ‘আদিবাসী’ শব্দ প্রত্যাহার না করায় এই কর্মসূচি পালন করা হচ্ছে।
সমাবেশ থেকে পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় এনসিটিবির চেয়ারম্যান ও এর সাথে যোগসাজসে থাকা কর্মকর্তাদের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানানো হয়।
কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেনটির কেন্দ্রীয় আহ্বায়ক মো. জিয়াউল হক জিয়া, যুগ্ন আহ্বায়ক মোঃ মহিউদ্দিন রাহাত ও হাবিবুল্লাহ হাবিবসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :