সাধারণ

পাকুয়াখালী হত্যাকান্ড: সন্তু লারমাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি

প্রতিনিধি : পার্বত্য রাঙ্গামাটির পাকুয়াখালীতে ৩৫ জন বাঙ্গালি কাঠুরিয়াকে হত্যাকান্ডের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য অধিকার ফোরাম ও বাঙ্গালি ছাত্র পরিষদ।

রবিরার সকাল ১১টায় জেলা শহরের শাপলা চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনগুলোর নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটির পাকুয়াখালীতে লঙগদু উপজেলার কাঠুয়িরাদের কাঠ সংগ্রহের সীমানা নির্ধারনের জন্য ডেকে নিয়ে ৩৫ কাঠুরিয়াকে নৃশংসভাবে হত্যা করে সন্তু লারমা নেতৃত্বাধীন শান্তি বাহিনী। এ ঘটনার ২২ বছর পার হলেও খুনিদের বিচার হয়নি।

তারা বলেন, ১৯৮৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পাহাড়ে ৩০(ত্রিশ) হাজারেরও বেশি বাঙ্গালিকে হত্যা করেছে উপজাতি সন্ত্রাসীরা। বছরের পর বছর এসব হত্যাকান্ডের বিচার না হওয়ায় পার্বত্য এলাকায় এখনও খুনের ঘটনা কমেনি।

বক্তারা অবিলম্বে সন্তু লারমাকে আইনের আওতায় এনে বিচার দাবিসহ একতরফা সংবিধান ও রাষ্ট্র বিরোধী পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূণর্মূল্যায়ন করার দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য অধিকার ফোরামের সভাপতি মো. মাঈন উদ্দীন, সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, বৃহত্তর পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button