সাধারণ

পাকিস্তানে নিষিদ্ধ হাফিজের সংগঠন জামাত-উদ-দাওয়া

 

সবুজ পাতা ডেস্ক : পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে হাফিজ সাইদের সংগঠন জামাত-উদ-দাওয়াকে। পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে জামাতের শাখা সংগঠন ফালাহ-এ-ইনসানিয়াতকেও। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামার হামলাকে কেন্দ্র করে এই ঘোষণা দিলো পাকিস্থানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা জাতীয় নিরাপত্তা কমিটির এক বিশেষ বৈঠকে লস্কর প্রধান হাফিজের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০০২ সালে পাকিস্তানে লস্করকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপর থেকে জামাতের নাম নিয়েই সে দেশে হাফিজের দল সব কার্যকলাপ চালিয়ে যান হাফিজ সাইদ। ২০১৮ সালে পাকিস্তানের সংসদ নির্বাচনেও দল থেকে মনোনয়ন পান তিনি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button