সাধারণ

পলাশপুর জোনে বিভিন্ন কর্মসূচী পালন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধি
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন  উপলক্ষে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২  উপলক্ষে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) কর্তৃক বিভিন্ন কর্মসুচী পালন করা হয়। ফজরের নামাজের পর জাতির শান্তি, সমৃদ্ধি, মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার শান্তি, দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং বিজিবি’র উত্তরোত্তর অগ্রগতি এবং একাত্মতা কামনা করে কার্যক্রম শুরু হয়, অফিসার, জুনিয়র কর্মকর্তা, পদবীধারী ও তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্যদের উপস্থিতিতে ধারাবাহিকভাবে রিভ্যালীর সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর ব্যবস্থাপনায় পরিচালিত হিল ফ্লাওয়ার বর্ডার গার্ড স্কুল কর্তৃক স্কুলের ছাত্র/ছাত্রীদের মধ্যে রচনা, চিত্রাংকন এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অতঃপর সৈনিক মেসে প্রীতিভোজের আয়োজন এবং প্রীতিভোজ শেষে চিত্তবিনোদন কক্ষে “স্বাধীনতা আমার স্বাধীনতা” ভিডিও প্রদর্শন করা হয়েছে। অধিনায়ক কর্তৃক ব্যাটালিয়নের পক্ষ হতে প্রতিপক্ষ বিএসএফ কমান্ড্যান্ট এবং সকল ক্যাম্প কমান্ডারকে মিষ্টি এবং শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়েছে। সদর দপ্তর বিজিবি হতে প্রাপ্ত ১,৩০,০০০/- টাকার চেক এবং ব্যাটালিয়ন এর পক্ষ হতে শুভেচ্ছা উপহার বীর মুক্তিযোদ্ধা পরিবারকে অধিনায়ক কর্তৃক হস্তান্তর করা হয়েছে।শনিবার  বিকেলে  ব্যাটালিয়নে স্বপরিবারে বসবাসরত অফিসার, জেসিও ও অন্যান্য পরিবারবর্গের সদস্যদের সন্তানদের কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।সবশেষে সন্ধ্যা ৮ ঘটিকায় বিজিবি সদস্য এবং পরিবারবর্গের জন্য পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর ব্যবস্থাপনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পলাশপুর জোন (৪০ বিজিবি) এর জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি, পদাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় অধিনায়কের পত্নী উপস্থিত ছিলেন। এছাড়াও খেদাছড়া ব্যাটালিয়ন এর উপ- অধিনায়ক মেজর মোঃ খসরু রায়হান, জি, আর্টিলারি স্বস্ত্রীক, জেসিও এবং জোনের অন্যান্য পদবীর সদস্য ও সপরিবারে বসবাসরত পরিবারবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নায়েব সুবেদার মোঃ শরীফুল ইসলাম এর উপস্থাপনায় জোন অধিনায়ক  লেঃ কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি, পদাতিক কবিতা আবৃতি, উপ-অধিনায়ক মেজর মোঃ খসরু রায়হান, জি, আর্টিলারী স্বস্ত্রীক  একক ও যৌথ গান পরিবেশনা, নিজস্ব শিল্পী কর্তৃক বিভিন্ন নৃত্য ও কৌতুক এবং গান পরিবেশন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থিত সকলেই উৎসব  মুখর পরিবেশে উপভোগ করেন। পরিশেষে জোন অধিনায়ক অনুষ্ঠানের পুরষ্কার প্রদানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button