সাধারণ

পরাজয়ের ভয়ে ইউপি  নির্বাচনে না যাওয়ার  ঘোষণা দিয়েছে  বিএনপি   – …………. মাহবুব উল আলম হানিফ

 

সরওয়ার কামাল, কক্সবাজার   :  বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, লজ্জাজনক পরাজয়ের ভয়ে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। কারণ বিএনপি থেকে জনগণ দূরে সরে গেছে। তাই সব নির্বাচনে তাদের লজ্জাজনক পরাজয় হচ্ছে। ১লা মার্চ বিকাল ৩টায়  মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। মহেশখালী উপজেলা ও মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এ সভা।
মাতারবাড়ী প্রকল্পে স্থানীয়দের চাকরি দেওয়া নিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে চলমান উন্নয়ন প্রকল্পে স্থানীয়দের চাকরির ব্যবস্থা করা হবে। স্থানীয়রা যেন কর্মহীন হয়ে না পড়ে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা রয়েছে এই মহেশখালীকে ঘিরে।

মাতারবাড়ীর কয়লা বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্রবন্দর, এলএনজি গ্যাস টার্মিনালের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এতে করে এই অঞ্চল খুব শিগগিরই শিল্পাঞ্চলে পরিণত হবে। অপরদিকে এই অঞ্চলের লবণ চাষিরা যাতে লবণের ন্যায্য মূল্য পায় সে জন্য বিদেশ থেকে লবণ আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করার জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে। লবণ চাষিদের সমস্যা হয়, এমন কোন সিদ্ধান্ত সরকার কখনো নেবে না।
অন্যদিকে উন্নয়ন প্রকল্পের জন্য যে সব জমি অধিগ্রহণ করা হয়েছে সেখানে অনেকে টাকা না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে, তারা যাতে টাকা পায় সে ব্যবস্থা করা হবে।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, স্থানীয় চার সাংসদ যথাক্রমে আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, জাফর আলম ও কানিজ ফাতেমা মোস্তাক, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি রেজাউল করিম, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃশরীফ বাদশা , কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি এম আজিজুর রহমান,   কেন্দ্রীয়  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া,    মহেশখালী উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক এহছানুল করিম প্রমূখ।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ জনসভার আগে মাতারবাড়ীর গভীর সমুদ্র বন্দরসহ তাপ বিদ্যুৎ প্রকল্প এলাকাটি ঘুরে দেখেন। তিনি প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button