সাধারণ

পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকালে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন। পদ্মাসেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের এ খবর জানিয়েছেন।

আজ শুক্রবার সকাল ৭টা ২৩ মিনিটে গাড়িবহর নিয়ে পদ্মা সেতুতে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় সেতুর ওপর ৭ থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ হাঁটেন প্রধানমন্ত্রীসহ তাঁর সফরসঙ্গীরা। গাড়িতে চড়ে সেতু পার হয়ে শেখ হাসিনাসহ সবাই জাজিরা প্রান্তে সার্ভিস এরিয়া-২-এ সকালের নাশতা করেন।

এরপর সকাল ১০টার দিকে সেখান থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গণভবনের উদ্দেশে যাত্রা করে বলে জানান পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী।

এর আগে ২০২০ সালের ২৪ জানুয়ারি পদ্মা সেতুর তিন হাজার ৩০০ মিটার দৃশ্যমান হওয়ার পর হেলিকপ্টার থেকে মোবাইল ক্যামেরায় সেতুটি ধারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার পথে ক্যামেরায় সেতুটি ধারণ করেন প্রধানমন্ত্রী।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button