সাধারণ

নৌকা শান্তি ও উন্নয়নের প্রতীক ……কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

প্রতিনিধি : প্রতীক বরাদ্ধের পর প্রথম নির্বাচনী সভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,‘ শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগে দেশের আপামর জনসাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটছে। আগামীতেও পার্বত্য এলাকায় শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবারো জাতি-ধর্ম-বর্ণ পাহাড়ি-বাঙালি নির্বিশেষে নৌকা মার্কাকে জয়যুক্ত করতে হবে। ‘নৌকা শান্তি ও উন্নয়নের প্রতীক’ । খাগড়াছড়িতে বিদ্যুৎ এর সাব স্টেশন নির্মিত হয়েছে। সড়কে বেইলী ব্রীজের জায়গায় পাকা সেতু হয়েছে। প্রত্যেক উপজেলায় ফায়ার সার্ভিস স্থাপিত হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারীকরণ হয়েছে। সোলারের মাধ্যমে দুর্গম এলাকাও আলোকিত হয়েছে। পার্বত্য এলাকায় সরকারের অভাবনীয় উন্নয়নের কারণে মানুষ নৌকা মার্কায় ভোট দিবে বলে আমরা আশাবাদী ।

১০ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত প্রথম নির্বাচনী সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রন বিক্রম ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, প্রবীন আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ চৌধুরী ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.নুরুল আজম প্রমুখ ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button