নিহত রূপসী চাকমার সৎকারে আর্থিক সহায়তা দিলো পানছড়ি উপজেলা প্রশাসন


admin প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন /
নিহত রূপসী চাকমার সৎকারে আর্থিক সহায়তা দিলো পানছড়ি উপজেলা প্রশাসন

মনিরুল ইসলাম মাহিম : খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের আঞ্চলিক দুটি সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত নিরীহ গৃহবধূ রূপসী চাকমার (৩১) সৎকারে আর্থিক সহায়তা দিয়েছে পানছড়ি উপজেলা প্রশাসন।

৩ মার্চ সোমবার  উপজেলার দুর্গম লোগাং ইউপির মাচ্ছাছড়া এলাকায় সংঘটিত এ গোলাগুলিতে রূপসী চাকমা নিহত হন। তিনি লোগাং ইউপির শান্তি বিকাশ কার্বারী পাড়ার হিমন্ত চাকমার স্ত্রী।

৪ মার্চ মঙ্গলবার  দুপুরে নিহতের সৎকারের জন্য পানছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা নিহতের স্বামী হিমন্ত চাকমার হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় প্রশাসনের এই সহায়তা নিহতের পরিবারের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনলেও, পাহাড়ি এলাকায় এমন সংঘাত ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।