সাধারণ
নিহত যুবলীগ নেতা মো: আলী মিয়ার পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক ও তরুণ রাজনীতিক মংসুইপ্রূ চৌধুরী অপু।

৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সকাল সাতটায় মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি ইউপির ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আলী মিয়া ভোট কেন্দ্রে আসার পথে বিএনপির সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালায়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম হওয়ায় সেদিনই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ৪ জানুয়ারী শুক্রবার দুপুর সোয়া ২টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত যুবলীগ নেতা মো: আলী মিয়ার পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক ও তরুণ রাজনীতিক মংসুইপ্রূ চৌধুরী অপু।