শাহজাহান কবির সাজু : নির্ভয়ে ও নির্বিঘ্নে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করার আহ্বান জানিয়েছেন বিজিবি খাগড়াছড়ি সদর সেক্টর কমান্ডার কর্নেল মো: আব্দুল মোত্তাকিম। ৮’অক্টোবর মঙ্গলবার পানছড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শনকালে তিনি বলেন, উপজেলার আইন-শৃংখলার পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিজিবি কর্তৃক সার্বক্ষণিক মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। বর্তমানে পানছড়ি উপজেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি সন্তোষজনক। চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে’’। বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে পরিচালনা কমিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত-বিনিময় করে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান তিনি। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোন কমান্ডার লে: কর্নেল মো: মফিজুর রহমান ভূূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন। সরেজমিনে উপস্থিত হয়ে সাহস ও উৎসাহ প্রদানের জন্য সেক্টর কমান্ডার ও লোগাং জোন কমান্ডারকে পূজামণ্ডপ পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
আপনার মতামত লিখুন :