সাধারণ

নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য শীর্ষক আলোচনা সভা

প্রতিনিধি : “খাগড়াছড়ি জেলা সদরে নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি পৌরসভা ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
সভায় বক্তারা খাগড়াছড়ি চট্টগ্রাম এবং খাগড়াছড়ি-রামগড়-ঢাকা সড়কে ১৩৯টি বাঁক যানবাহন চলাচলের জন্য বিপদজনক ও ঝুকিপুর্ন। এসব বাঁক প্রশস্তকরণ, সড়কের পাশের ঝোপ-জঙ্গল পরিস্কার করা ও সড়ক সাইনগুলো দ্রুত স্থাাপনের দাবী জানানো হয়েছে। একইসাথে দূর্ঘটনারোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাস্তা পারাপারসহ সচেতনতা গড়ে তুলতে উদ্যোগ গ্রহণের উপর জোর দেয়া হয়।

এছাড়া আলোচনা সভায় দূর্ঘটনা এড়াতে মোটর সাইকেল চালক ও যাত্রীদের হেলমেট পরিধান আবশ্যক, যাত্রীবাহি বাস ও পণ্যবাহি পরিবহন চালকদের হর্ণ ব্যবহার নিশ্চিতসহ সচেতন ও সতর্কতার সাথে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর জন্য আহবান করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মো. চাহেল তস্তরী, পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, বিআরটিএ’র সহকারী পরিচালক প্রদীপ কুমার দেব, ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) সুপ্রিয় দেব, সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. ইউনুছ, খাগড়াছড়ি মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক হাজী খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button