সাধারণ

নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্রসহ প্রসীত গ্রুপের কালেক্টর আটক

মাটিরাঙ্গা প্রতিনিধি : দেশীয় অস্ত্রসহ ইউপিডিএফ প্রসীত খীসা গ্রুপের চাঁদা আদায়কারী ও কুখ্যাত অস্ত্রধারী অংসাই মারমা প্রকাশ অংছা মার্মা (৪২)‘কে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
আটককৃত অংসাই মার্মা গত ৮ জুলাই রাতে হরিধন মগপাড়ায় তার নিজ বাড়িতে অবস্থাান করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতেই হরিধন মগপাড়া এলাকায় অবস্থাান করে নিরাপত্তা বাহিনী। এরপর অংসাই মার্মা বাড়ীতে প্রবেশ করেছে নিশ্চিত হলে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তার বাড়ী ঘেরাও করে।
৯ জুলাই ভোর ৫টায় তাকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। এ সময় তার বাড়ীতে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ১ টি এলজি,২ রাউন্ড গুলি,২টি দা/ধামা,২টি চাঁদা আদায়ের রশিদ বই ও দেশ বিরোধী কিছু ক্রোড়পত্র উদ্ধার করা হয়।
আটককৃত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা ও পুর্ব খেদাছড়া এলাকায় চাঁদাবাজিসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রমে সরাসরি নিয়োজিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে । এছাড়াও বর্তমানে ইউপিডিএফ এর অর্থ বিষয়ক সম্পাদক মাইকেল মারমা মাটিরাঙ্গার বামা গোমতি এলাকায় সক্রিয়ভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করছে। আর বাইল্যাছড়ি এলাকার ইউপিডিএফ এর পোস্ট কমান্ডার হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছে আগুন মারমা।
সকাল সাড়ে ১০টায় তাকে মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় ।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্য মো: জাকির হোসেন পিপিএম জানান, আটককৃত ইউপিডিএফ সন্ত্রাসী অংসাই মারমার বিরুদ্ধে অস্ত্র আইনে ১৯ (চ) ধারা অনুযায়ী মামলা রুজ্জু হয়েছে। মাটিরাঙ্গা থানার মামলা নং- ০৩/২০১৮ইং। আটককৃত ইউপিডিএফ সন্ত্রাসী অংসাই মারমাকে খাগড়াছড়ি আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button