সাধারণ

নানিয়ারচর সেতু বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আবদুর  রউফ সেতু নামে নামকরণের দাবিতে  স্মারকলিপি প্রদান

 প্রতিনিধি।।রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় চেঙ্গী নদীর উপর নির্মিত রাঙামাটি-নানিয়ারচর সেতুটির নাম বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি অাব্দুর রউফ সেতু নামে নামকরণের দাবিতে  স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নানিয়ারচর উপজেলা কমিটি।
রোববার সকাল ১১ ঘটিকায় নানিয়ারচর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নানিয়ারচর উপজেলার সভাপতি মো: রবিউল ইসলামের সভাপতিত্বে স্বারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। স্বারকলিপি প্রদানে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার অাব্দুর রাজ্জাক ভুঁইয়া, নানিয়ারচর উপজেলা অাওয়ামিলীগের সভাপতি অাব্দুল ওহাব হাওলাদার, বীরশ্রেষ্ঠ মুন্সি অাব্দুর রউফ সংসদের সভাপতি আল আমিন, মু্ক্তিযাদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মো: মামুন ভুঁইয়া,  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলার সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরী।
 চেঙ্গী নদীর উপর সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতৃবৃন্দরা বলেন, রাঙামাটির নানিয়ারচর উপজেলায় শায়িত অাছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। তাঁর নামে রাঙামাটিতে তেমন কোন বড় ধরনের প্রতিষ্ঠান নামকরণ করা হয় নাই। রাঙামাটি-নানিয়ারচর সেতুটি এই বীরশ্রেষ্ঠের নামে নামকরণ করা হলে মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা পাবে। সাথে সাথে এই বীবের প্রতি শ্রদ্ধা নিবেদনও করা হবে। এই সেতুর নাম বীরশ্রেষ্ঠ মুন্সি অাব্দুর রউফ সেতু নামে নামকরণের জোর দাবি জানাই।
 মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নানিয়ারচর উপজেলা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী কাছে জমা দেন।
স্মরকলিপি গ্রহণের সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী বলেন, আমিও আপনাদের এ দাবির সাথে একমত পোষণ করি। আমিও চাই বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের নামে এ সেতুর নাম করন হউক। আপনাদের স্মাররকলিপি জেলা প্রশাসক মহোদয় বরাবর পৌছে দিব।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button