সাধারণ

নানিয়ারচরে অবৈধ চোরাই কাঠ জব্দ

নানিয়ারচর প্রতিনিধি :

রাঙ্গামাটির নানিয়ারচরে ৮ জানুয়ারী ( শনিবার) চোরাইভাবে নৌপথে বুড়িঘাট বন বিভাগের অভিযানে ট্রলার ভর্তি গোল কাঠ আটক করেছে স্থানীয় সেনাবাহিনী। গতকাল ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সেনা প্রসাশনের একটি ইন্টেলিজেন্ট টিম অভিযান চালিয়ে পাচারকালে চোরাই কাঠ আটক করেন। চক্রটি দীর্ঘ দিন গোপনে চোরাই পথে নৌযোগে এই কাঠ পাচার করে আসছিলো গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন এই অভিযান পরিচালনা করে। অবৈধ গোলকাঠ জব্দ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেন বন বিভাগের দায়িত্ব কর্মকর্তা আব্দুল কুদ্দুস । তিনি বলেন গতকাল রাতে য় এ অভিযান চালানো হয়। এসময় রাতের আঁধারে পাচারের সময় ১২২.৩০বর্গফুট পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে এপথে গোলকাঠের অবৈধ ব্যাবসা চালিয়ে যাচ্ছে অনেকেই,যা জরুরী প্রশাসনের নজরদারি প্রয়োজন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button