নানা আয়োজনে মাটিরাঙ্গায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

নানা আয়োজনে মাটিরাঙ্গায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। মোঃ আরিফুর ইসলাম,মাটিরাঙ্গা প্রতিনিধি : নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ ছাত্রলীগের গৌরব- ঐতিহ্য- সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার(৪ঠা জানুয়ারী) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ,আলোচনা সভা, কেক কাটা,কম্বল বিতরণ,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হুক,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান,সাধারণ সম্পাদক সুবাস চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা প্রমুখ সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। ৭৪ বছরে ছাত্রলীগ প্রতিটি গনতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামের ইতিহাস । ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরাই জাতীয় রাজনীতিতে এসে নেতৃত্ব দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন। আমরা মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। গৌরব- ঐতিহ্য- সংগ্রাম ও সাফল্যের ছাত্রলীগের পক্ষ থেকে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।