বান্দরবান

নাইক্ষ‍‍্যংছড়ি সীমান্তে গোলাগুলির আওয়াজ থামলেও কাটছেনা আতঙ্ক

নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধি : নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্তে গোলাগুলি,আর্টিলারি মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ থামলেও কাটছে না আতংক। রবিবার থেকে মঙ্গলবার রাত ৭টা ৩০মিনিট পযর্ন্ত মিয়ানমারের ভিতর থেকে বাংলাদেশের ভিতরে কোন প্রকার বিস্ফোরণের আওয়াজ না আসাতে অনেকের মনে খুশির আমেজ বইছে।
গত চারদিন ধরে ঘুমধুম থেকে দৌছড়ির লেবুছড়ি পযর্ন্ত, যত গুলো সীমান্ত পিলার রয়েছে তা বতর্মানে একেবারেই শান্ত রয়েছে,তমব্রুর তিন নং ওয়ার্ডের ইউপি সদস‍্য মোঃ আলম বলেন আমাদের সীমান্ত এরিয়া একদম শান্ত,বর্তমান পরিস্থিতিতে মানুষের মনে স্বস্তি এসেছে ঠিকই কিন্তু চিন্তাও আছে আবার কখন গুলি বোমার আওয়াজ শুরু হয়। নাইক্ষ‍্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বলেন তার এলাকার সীমান্ত বেশ ভালো আছে,কোন শব্দ মিয়ানমার থেকে ভেসে আসার খবর এখনো পাইনি।
জামছড়ির রহমান জানান তাদের এলাকার সীমান্ত পিলার একেবারেই ঠান্ডা রয়েছে চারদিন ধরে।
দৌছড়ি ইউনিয়নের ৫০পিলারের কাছাকাছি থাকা কৃষক মোঃ কামাল জানান তাদের এলাকায় কোন ফোটা ফুটির আওয়াজ মিয়ানমার অভ্যন্তর থেকে আসেনি তবে মানুষের মাঝে আতঙ্ক রয়েছে কখন জানি কি হয় ।
চাকঢালা চেরারমাঠের করিম বলেন শান্ত আছে তাদের এলাকা,বর্তমানে সীমান্ত দিয়ে গুলির আওয়াজের পরিবর্তে মিয়ানমারের ভিতর থেকে বিভিন্ন প্রকার পাখির শব্দ ভেসে
আসছে বাংলাদেশের অভ্যন্তরে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button