আলোচিত সংবাদবান্দরবান

নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি টানটু সাহা এবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত

মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বান্দরবান জেলায় আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত। গত সেপ্টেম্বর মাসের সার্বিক প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনে কর্ম বিবেচনায় এ সম্মাননা স্মারকে ভূষিত হলেন তিনি। ১৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১২ টায় বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নাইক্ষ্যংছড়ি থানার চৌকস পুলিশ কর্মকর্তা টানটু সাহা জেলার তৃতীয় বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হলেন। কল্যাণ সভা শেষে বান্দরবানের পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম পিপিএম এর হাত থেকে তিনি বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, তিনি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর হইতে ইয়াবা, চোলাই মদ,ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ভাবে পালন করেন। তাই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের সার্বিক বিবেচনায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন। এছাড়াও তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত অবস্থায় এধরণের সফলতার জন্য পুলিশ অফিসার হিসেবে পুরস্কার লাভ করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button