সাধারণ

নাইক্ষ্যংছড়ির রেজু ও লেম্বুছড়িতে বিজিবি’র অভিযানঃ ইয়াবা-অস্ত্র উদ্ধার আটক-১

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়ন(বিজিবি’র)ঘুমধুমের রেজু বিওপির জোয়ানদের একটি টহলদল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবা সহ এক উপজাতি মাদক কারবারিকে আটক করেছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বিজিবি সুত্র জানায়, ১৬ ডিসেম্বর বিকেল পৌনে ৪ টার দিকে রেজু পাড়া বিওপি হতে প্রায় ৩কিলোমিটার অদুরে বিজিবি’র একটি টহলদল পাতাবাড়ি সংলগ্ন এলাকা থেকে যাত্রীবাহী একটি সিএনজি তল্লাশী করে এসব ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।ধৃত মাদক কারবারি উক্য থোয়াই মার্মা(৩৮) নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যা পাড়ার মং থোয়াই মার্মা’র ছেলে। এ সংক্রান্তে নাইক্ষংছড়ি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,৩৪ ব্যাটালিয়ন (বিজিবি’র) অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ। অপরদিকে নাইক্ষ্যংছড়িস্থ ১১ ব্যাটালিয়ন (বিজিবি’র) আওতাধীন লেম্বুছড়ি বিওপির একটি টহল দল ওয়াছাখালী সেগুন বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি একনলা বন্দুক উদ্ধার করেছে।গোপন সংবাদের ভিত্তিতে (শুক্রবার) ১৭ ডিসেম্বর রাত ২টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়িস্থ ১১ ব্যাটালিয়ন(বিজিবি’র) উপ-অধিনায়ক মেজর কাজী আহাদুল ইসলাম।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button