সাধারণ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে র‍্যাব এর অভিযানে অস্ত্র সহ আটক -৪ রোহিঙ্গা নাগরিক

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে র্যাব এর অভিযানে অস্ত্র সহ আটক -৪ রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি

(বান্দরবান) ৭ জানুয়ারি শুক্রবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র্যাব। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার সহ ৪ রোহিঙ্গা কে আটক করে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন বনে এ অভিযান চালায় র্যাব-১৫ এর একটি দল। এ সময় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। কক্সবাজার র্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে র্যাবের। অভিযানে ৪ জনকে আটক করা হয়। আটকক্রিতারা হলেন নাজমুল ৩৪, মোহাম্মদ নুর ৩২,খায়রুল আমিন ১৯, ও আমিন উল্লাহ ২৩, তারা ৪ জনেই রোহিঙ্গা। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তানভীর হাসান।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button