নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি বাঙালি দের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

মোহাম্মদ ইউনুছ ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
নাইক্ষ্যংছড়ির চাকঢালায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকে্ল ৫ টায় উপজেলার চাকঢালা এম ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৫ শতাধিক শীতার্তকে এ বস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন ১০ পদাতিক ডিভিশন। বাস্তবায়ন করেন ২ পদাতিক ব্রিগেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-৩০ বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লে:কর্ণেল আবদুল্লাহ আল হাসান,ক্যাপ্টেন তৌহিদ,ক্যাপ্টেন আবির ও লে:আশরাফ। এ সময় ৩০ বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লে:কর্ণেল আবদুল্লাহ আল হাসান বলেন,বর্মজনে তীব্র শীত শুরু হয়েছে। বিশেষ করে পাহাড়ে এর তীব্রতা বেশী। তাই সীমান্তর পাহাড়ী জনপদের তীতার্তদের পাশে দাড়ান সেনা বাহিনী। এদিকে পাহাড়ি-বাঙ্গালিরা শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে প্রতিক্রিয়ায় ম্যাচি চাক বলেন,,শীতে কাপঁছিল তার পরিবার।। এরেই মাঝে সেনাবাহিনী তাদের পাশে দাড়ালেন। এতে পাহাড়ি-বাঙ্গালিরা বেজায় খুশি।