সাধারণ

নাইক্ষ্যংছড়িতে ডাম্পার-টমটম মূখোমূখি সংঘর্ষে চালক নিহত,

মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ডাম্পার-টমটম মূখোমূখি সংঘর্ষে টমটম চালক নিহত হয়েছে। নিহত চালকের হলো স্থানীয় বড়ুয়া পাড়ার সেনদা বড়ুয়ার ছেলে আর্দশ বড়ুয়া(৩০)।
৯ ফেব্রুয়ারি  বুধবার সকাল ১১টায় কচুবুনিয়া-রেজুআমতলী সড়কের পুলিশ তদন্ত ফাঁড়ির অদূরে বড়ুয়া পাড়া নামক এলাকায়।
খবর পেয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশদল  নিহতের লাশ উদ্ধার করেছে।
পাশাপাশি ঘাতক ডাম্পার ট্রাকটিও পুলিশ ফাঁড়িতে জব্দ করেছে। এ গাড়ির চালক পলাতক রয়েছে। পুলিশ তাকে আটকে অভিযান চালাচ্ছে।
বুধবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বলেন,লাশ  থানায়  পৌঁছতে ঘন্টাখানেক সময়
লাগবে। অভিযোগের সূত্র ধরে ব্যবস্থা নেয়া হবে। পলাতক ড্রাইভার
কে আটকে চেষ্টা চলছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button