সাধারণ

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বাড়ির দেওয়াল চাপায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার) থেকে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বাড়ির মাটির দেওয়াল চাপায় নুরুল বশর (৩৫) নামের ঘুমন্ত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।সে ঘোনার পাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে।তাঁর স্ত্রী,এক ছেলে ও তিন কন্যা সন্তান রয়েছে।রবিবার দুপুর ২ টায় এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি( তদন্ত) দেলোয়ার হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স সহ যায়।মৃত ব্যক্তির মাতা নুরনাহারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ বরাবর।ভবিষ্যতে কোন ধরণের অভিযোগ, আপত্তি না থাকার কথা জানান নিহতের মাতা।তৎপ্রেক্ষিতে লাশের দাফন কার্যের অনুমতি দেওয়া হয়।হতদরিদ্র নুরুল বশরের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button