
উথোয়াইচিং মারমা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মোঃ শাহ আলম নামে এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। এ সময় একটি বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।৩০ জুলাই বৃহস্পতিবার ভোর ৪টা নাগাদ ঘুমধুমের বেদবুনিয়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। নিহত মোঃ শাহ আলম নাইক্ষ্যংছড়ি ও উখিয়া থানার একাধিক মামলার আসামী। সে কক্সবাজারের উখিয়া ১নং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ির সীমান্তপথে ইয়াবার চালান আসছে এমন খবরের ভিত্তিতে ঘুমধুম সীমান্ত এলাকায় গেলে সেখানে ইয়াবা চোরাকারবারীদের সাথে বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মোঃ শাহ আলম নিহত হয় বলে পুলিশ জানিয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে।