নাইক্ষংছড়ি-১১ বিজিবির শীত বস্তু বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি বান্দরবান:
২রা জানুয়ারি (রবিবার) নাইক্ষংছড়িতে ১১ বিজিবির উদ্যোগে দুর্গম পাহাড়ে দুঃস্ত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার ২ জানুয়ারি সকাল ১১ টার সময় উপজেলার দৌছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ী জনপদ ছাগল খাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২ শত পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। আল কবির এগ্রো প্রোডাক্ট এর মালিক মোঃ হারুন এর অর্থায়নে ১১ বিজিবির সার্বিক সহযোগিতায় পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও বাংগালীদের মাঝে এসব শীতের কম্বল বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষংছড়ি ১১ বিজিবির উপ অধিনায়ক মেজর কাজী আহাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি ছাগল খাইয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আবদুল মান্নান, এগ্রো প্রোডাক্ট এর ম্যানেজার মোহাম্মদ সায়েস্তা খান, সুপার ভাইজার আবু হুবাইব, আবু সুফিয়ান প্রমুখ।