নবায়নযোগ্য জ্বালানীতে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ বাড়াতে হবে

সুহানুর রহমান : ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের এক প্রতিনিধিদল খুলনা জেলার মোংলায় অবস্থিত ১০০ মেগাওয়াট (এসি) পিভি বেইজড গ্রীড সোলার পার্ক প্রকল্প পরিদর্শন করেছেন। ৩ অক্টোবর রবিবার ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহবায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক এবং বাসন্তী চাকমা এমপি অরিয়ন গ্রুপের এনারগন রিউনিবেলস (বিডি) লিমিটেডের বাস্তবায়নাধীন প্রকল্পটি পরিদর্শন করেন। অরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়েদুল করিম প্রকল্পটির নানা বিষয় প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। এসময় ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের প্রতিনিধিদল নবায়নযোগ্য জ্বালানী খাতে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ বাড়ানোর আহবান জানান।
প্যারিস জলবায়ু চুক্তির বাস্তবায়নে আরো বেশি নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। নবায়নযোগ্য জ্বালানীর প্রসারের সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা মোকাবিলা করে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে নীতিমালা বাস্তবায়নে ক্লাইমেট পার্লামেন্ট কাজ করছে বলে জানান ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহবায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতি হওয়ায় বড় আকারে সোলার প্রকল্প গ্রহণ করা যাচ্ছেনা বলে সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অবহিত করেন।