সাধারণ

নতুনপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

প্রতিনিধি : মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৬ অক্টোবর বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। মাটিরাঙ্গা পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী‘র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক ও মাটিরাঙ্গা পৌর প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. আব্দুল মালেক প্রমূখ।
প্রধান অতিথির বলেন বর্তমান সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাগড়াছড়ির বিভিন্ন জনপদে সমভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন হচ্ছে। তার আন্তরিকতায় বিভিন্ন উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানাই। দেশের উন্নয়ন বিরোধীদের বিষয়ে সতর্ক থাকবেন। বিএনপি উন্নয়ন চায় না বলেই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে’।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button