সাধারণ

ধর্ষণে ব্যর্থ হয়ে তৃতীয় শ্রেণির শিশুকে হত্যা করেছে উম্বাচিং মং

 

প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে ধর্ষণে ব্যর্থ হয়ে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে গৃহশিক্ষকের বিরুদ্ধে। ৩ ফেব্রুয়ারি রবিবার ভোরে অভিযুক্ত শিক্ষক উম্বাচিং মং মারমাকে (৪০) আটক করেছে পুলিশ।
চন্দ্রঘোনা থানার ওসি মো. আশরাফ উদ্দিন বলেন, ‘রবিবার ভোর ৪টায় নিহত শিশুকে বস্তায় ভরে ফেলে দেওয়ার সময় স্থাানীয়রা উম্বাচিং মারমাকে আটক করে।’
হত্যাকারীর বরাত দিয়ে ওসি বলেন, ‘শনিবার ভোরে কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা গ্রামে চার শিশু প্রাইভেট শিক্ষক উম্বাচিং মং মারমার বাসায় প্রাইভেট পড়তে যায়। সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত চার শিশুকে প্রাইভেট পড়ানো শেষে তিন শিশুকে ছুটি দিলেও তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে রেখে দেয় সে। পরে সকাল দশটার দিকে শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। পরে ওই শিক্ষক গলায় গামছা পেঁচিয়ে শিশুটিকে হত্যা করে।’
‘হত্যাকারী হিসেবে অভিযুক্ত উম্বাচিং মং মারমা জেল হাজতে আটক রয়েছে।’

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button