দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবারের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১:৩২ অপরাহ্ন /
দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবারের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

 

মাটিরাঙ্গা প্রতিনিধি : দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবারের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন আমতলী ইউপির বামাগোমতি মৌজার প্রত্যন্ত অঞ্চল আদর্শ পাড়ায় সরস্বতী পূজা উপলক্ষে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বামাগোমতি মৌজার আদর্শ পাড়ায় প্রতি বছর সরস্বতী পূজা উদযাপন করা হয়। এই এলাকার অধিকাংশ মানুষ দিনমজুরী ও জুম চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ২জানুয়ারি রবিবার সন্ধ্যায় শিক্ষার্থীদের উদ্যোগে পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবারের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার প্রতিনিধি জ্যোতি ত্রিপুরা, মৌজা হেডম্যান মনোলাল রোয়াজা, ইউপি সদস্য নিলয় কান্তি ত্রিপুরা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবিশ ত্রিপুরা, সহকারী শিক্ষক কিরণ বিকাশ ত্রিপুরা, কার্বারী অনিল বিহারী ত্রিপুরা, পরমেশ্বর ত্রিপুরা, সুইটন ত্রিপুরা, মিষ্টি রঞ্জন ত্রিপুরা, স্বপন বিকাশ ত্রিপুরা, বীর মোহন ত্রিপুরা, সুনিতি রঞ্জন ত্রিপুরা প্রমূখ।
সরস্বতী পূজা পরিচালনা কমিটি, শিক্ষার্থী এবং এলাকাবাসী দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।