দৈনিক সবুজ পাতার দেশ ও পার্বত্য প্রেসক্লাবের অর্থায়নে অসহায় বিধবার বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান

সবুজ পাতার ডেস্ক : দৈনিক সবুজ পাতার দেশ ও পার্বত্য প্রেসক্লাবের অর্থায়নে অসহায় বিধবার বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারী রবিবার বিকালে খাগড়াছড়ি জেলা সদর শালবন গ্রামের দরিদ্র ছকিনা বেগমের (৭০) বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন তুলেদেন দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মো: জুলহাস উ্িদ্দন ও যায়যায় দিন পত্রিকার স্টাফ রিপোর্টার রিপন সরকার। ছকিনা বেগম শালবন গ্রামের প্রয়াত নিজাম উদ্দিনের স্ত্রী এবং প্রয়াত নির্যাতিত আওয়ামী কর্মী নুর উদ্দিনের মাতা।
বিধবা ছকিনা বেগমের বসতঘর খানা বসবাসের অনুপযোগী। সরকারী ঘর বরাদ্ধ পাওয়া অথবা ভাঙ্গা ঘরখানা মেরামতের আশায় বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে তিনি ক্লান্ত। হয়ত অদুর ভবিষ্যতে সরকার প্রদত্ত একখানা বসতঘর পেতে পারেন। কিন্তু বর্তমানে তার বসতঘরখানার অসস্থা খুবই নাজুক। বৃষ্টির পানি পড়ে।
চালের টিনগুলো ছিদ্র হয়ে গেছে অনেক আগেই। তাই দরিদ্র ছকিনা বেগমের বসতঘর তৈরির জন্য ঢেউটিন প্রদানের উদ্যোগ গ্রহণ করে পার্বত্য প্রেসক্লাব ও দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার পরিবার।