সাধারণ
দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনী’র সহায়তা প্রদান

দীঘিনালা প্রতিনিধি:
দীঘিনালায় অসহায় ও হতদরিদ্র পাহাড়ি জনগোষ্ঠী পরিবারের মাঝে শীতবস্ত্র, খাদ্যসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় দীঘিনালা উপজেলাধীন বাবুছড়া ইউনিয়নের ধনমনি কার্বারী পাড়া এলাকায় খাগড়াছড়ি ২০৩ ব্রিগেড ও দীঘিনালা সেনা জোনের যৌথ উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পাহাড়ি জনগোষ্ঠী পরিবারের মাঝে শীতবস্ত্র, খাদ্যসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি ২০৩ পদাধিক ব্রিগেড এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খাগড়াছড়ি রিজিয়ন পাহাড়ি- বাঙ্গালি নির্বিশেষে সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এছাড়াও তিনি বলেন, এই দেশ আমার, আপনার সকলের। কোন সন্ত্রাসী চাঁদাবাজদের নয়।
এ ছাড়া অন্যদের মাঝে উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, পিএসসি। বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সন্তোষ কুমার চাকমা।
এ সময় চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা বলেন, দীঘিনালা সেনা জোন সুখে- দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, দীঘিনালা জোনের প্রতি আমরা কৃতজ্ঞ।
সেনাবাহিনী’র সহায়তা পেয়ে এলাকার জনসাধারণ অভিমত ব্যক্ত করে বলেন, এখন এই এলাকার জনসাধারণ কিছুটা হলেও শান্তিতে ঘুমাতে পারবে। তাছাড়া বিভিন্ন রোগের বিনামূল্যে ঔষধ সেবা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।
এসময় বাবুছড়ার ধনমনি কার্বারী পাড়ার ০৪ শতাধিক পাহাড়ি জনসাধারণের মাঝে শীতবস্ত্র, খাদ্যসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে সেনাবাহিনীর ২০৩ পদাধিক ব্রিগেড।
উল্লেখ্য যে, ধনমনি কার্বারী পাড়ার অধিকাংশ মানুষ গরীব ও অসহায়। দূর্গম এই জনপদের মানুষ দিনমুজুরি ও কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। উপজেলা সদর হতে দূরত্ব অনেক হওয়ায় দূর্গম এলাকায় কখনো কোন শীত বস্ত্র পৌছায়নি। শীতের এই তীব্রতা প্রতিরোধের উত্তম ব্যবস্থা না থাকায় শীতজনিত রোগ আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি অনুধাবন করে খাগড়াছড়ি ২০৩ পদাধিক ব্রিগেড ও দীঘিনালা সেনা জোনের যৌথ উদ্যোগে এলাকার জনসাধারণ এর পাশে এসে দাঁড়ায়।