দীঘিনালা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন


admin প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৪, ৮:০০ অপরাহ্ন /
দীঘিনালা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার(৬আগষ্ট) বিকাল ৩টায় দীঘিনালা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালে সাংবাদিক মো. সোহেল রানার সভাপতিত্বে এক জরুরি সভা করা হয়। আলোচনা সভায় শেষে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় সমন্বয়ক্রমে ডেইলি অবজারভার দীঘিনালা প্রতিনিধি মো. সোহেল রানাকে সভাপতি, দৈনিক অরণ্য বার্তা প্রতিনিধি মো. আল-আমিনকে সাধারণ সম্পাদক, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মো. আকতার হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. মহাসিন মিয়াকে কোষাধ্যক্ষ করে মোট ৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।