প্রতিনিধি :
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বিএনপি’র ২০২২সালে দ্বি-বার্ষিক কাউন্সিল এর প্রস্তুতি সভায় হাইস্কুল মাঠে অতর্কিত হামলা চালিয়ে অসংখ্য বিএনপি নেতাকর্মী আহত করার অভিযোগে দীঘিনালা আওয়ামী লীগের ১শত১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দীঘিনালা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো: নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্র চৌধুরী (অপু), সাবেক জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহেদুল আলম, সাবেক মেয়র রফিকুল ইসলাম, সাবেক খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল আলমসহ সহ ১শত১৮ আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়।
এসময় এজাহারে উল্লেখ করা হয়, ২০ জুলাই ও ২৫ আগষ্ট ২০২২ সালে দীঘিনালা বিএনপি প্রধান কার্যালয়ে হামলা, নেতাকর্মীর ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে ধরা হয়।
মামলা বাদী মো: নুরুল ইসলাম বলেন, দীঘিনালা উপজেলা বিএনপি‘র দ্বি-বার্ষিক কাউন্সলি ২০২২সালে এর প্রস্তুতি সভার উপর আওয়ামীলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অনেক নেতা কর্মী আহত হয়। ততকালী সময় মামলা করতে থানায় গেলে তারা বাধা দেয়। তাই এখন মামলা করেছি। দ্রুত আসমীগুলাকে গ্রেফতারের দাবী করছি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হক বলেন, যাচাই-বাছাই শেষে একটি মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :