সাধারণ

দীঘিনালা জোন কর্তৃক চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান

দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ি দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জোন সদরের মেরুং ইউনিয়নের পূর্নচন্দ্র কার্বারী পাড়া এলাকার বাসিন্দা শোভা রঞ্জন চাকমার(৪২) ছেলের চিকিৎসার জন্য দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে লেঃ হাসিন আনজুম আর্থিক সহায়তা প্রদান করেন। দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে জানা যায়। উল্লেখ্য গত বছরের ১১ নভেম্বর শোভা চাকমার ছেলে মেরুং বাজার থেকে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় তার ডান পা ভেঙ্গে দুই ভাগ হয়ে যায়। বর্তমানে তার ছেলের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন পড়েছে। শোভা রঞ্জন চাকমার নেই কোনো নিজস্ব জায়গা জমি, কোনো মতে দিন মজুরী করে তার সংসার চলে। ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়ে শোভা রঞ্জন চাকমা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আমার ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছে তাই আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button