দীঘিনালা ছাত্রলীগের সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদার্শন

দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ‘বিবাহিত এবং অছাত্রদের দিয়ে প্রেস ছাত্রলীগ কমিটি ঘোষনা করা হয়েছে’ দাবী করে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও পর্যটকদের গাড়ি ভাংচুর করেছে ছাত্রলীগের পদ বঞ্চিত নেতাকর্মীরা। ১৫ নভেম্বর রবিবার দীঘিনালার বাস টার্মিনাল ও বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন কলেজ মোড় এলাকায় খাগড়াছড়ি গামী যাত্রীবাহি ২টি গাড়ি এবং সাজেক গামী পর্যটকবাহি ১টি গাড়ি ভাংচুর করে বিক্ষোভ কারীরা। ঘটনাস্থলে দীঘিনালা থানা পুলিশ পৌছে বিক্ষোভ কারীদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং এসময় আটক করা হয় তিনজন ছাত্রলীগ নেতাকে। এর পর পুলিশি পাহাড়ায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়। বিশেষ করে সাজেক গামী পর্যটকবাহি গাড়িগুলোকে গুরুত্ব দিয়ে পুলিশি পাহারায় ঘটনাস্থল থেকে পার করে দেওয়া হয়। ১৫ নভেম্বর রবিবার সকালে এ ঘটনা ঘটে, আটককৃত ৩ জন হলেন, অপু চৌধুরী, আমিনুল ইসলাম শান্ত ও রুবেল চক্রবর্তী বাবু। জেলা ছাত্রলীগের সদস্য এবং উপজেলা ছাত্রলীগের দীঘিনালা উপজেলা শাখার সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার দে জানান, হটাৎ করে জেলা কমিটি উপজেলা শাখার কাউকে না জানিয়ে অছাত্র এবং বিবাহিতদের দিয়ে পকেট কমিটি ঘোষনা করায় ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সভাপতি পার্থী অপু চৌধুরী জানান যে,আমাদের কে না জানিয়ে আমাকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে রেখে উপজেলা ছাত্রলীগের (প্রেস বিজ্ঞপ্তি) কমিটি ঘোষনা করা হয়।
তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
অন্য দিকে দীঘিনালা উপজেলায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়া এবং গাড়ি ভাংচুর অর্থাৎ সার্বিক পরিস্থিতি অনুকূলে রাখার স্বার্থে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দীঘিনালা উপজেলা ছাত্রলীগ ও দীঘিনালা সরকারি কলেজ কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদক সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।