দীঘিনালায় ৭বিজিবি‘র জনসচেনতামূলক সভা


admin প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৪, ৬:৩০ অপরাহ্ন /
দীঘিনালায় ৭বিজিবি‘র জনসচেনতামূলক সভা

মো: সোহেল রানা : শান্তি সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাধীন বাবুছড়া ব্যাটালিয়নের উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৬অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টায় বাবুছড়া ব্যাটালিয়ন(৭বিজিবি) এর আয়োজনে বাবুছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত জনসচেনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ বিজিবি‘র সহকারী পরিচালন মো: হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়রম্যান গগণ বিকাশ চাকমা, বাবুছড়া বিএনপি‘র সভাপতি ও বাবুছড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো: ওবায়দুর রহমান, বাবুছড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকেশ দেওয়ান। এতে আরো উপস্থিত ছিলেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, সিনিয়র সাংবাদিক মো: আল আমিন, বাবুছড়া ইউনিয়ন পরিষদ সদস্য মো: জাকির হোসেন, নোবেল চাকমা, জুয়েল চাকমা, শান্ত চাকমা, বাবুছড়া চৌধুরী তৃপত্রদি চাকমা প্রমূখ।
জনসচেতনতামূলক সভায় বক্তরা বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশী। আমরা বাংলাদেশী নাগরিক হিসেবে সবার সমান অধিকার আছে। পাহাড় সমতলের সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। সকল ধর্মের মানুষ তার ধর্ম পালন করার অধিকার রয়েছে। দুষ্কৃতিকারীদেরকে সবাই মিলে প্রতিহত করতে হবে। শান্তি সম্প্রীতি বজায় রাখতে এলাকার সকলে মিলে কাজ করতে হবে। কোথাও কোন ঘটনা ঘটলে, সেই ঘটনা যেন অন্য কোন এলাকায় ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোন ঘটনা শুনে সত্যতা যাচাই না করে গুজবে কান দেয়া যাবে না।