সাধারণ

দীঘিনালায় ৪টি ইট ভাটায় মোবাইল কোর্টে অর্থদন্ড

মো: সোহেল রানা দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ি দীঘিনালায় ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। শনিবার(৫ ফেব্রুয়ারি)উপজেলার ৪টি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারার লংঘন করার কারনে এডিবি ব্রিক ফিল্ড‘র এর মালিক মো: লুৎফর রহমামকে ৮০০০০(আশি হাজার) টাকা,কর্ণফুলি ব্রিক ফিল্ড এর মালিক মো: রাকিব উদ্দিনকে ৭০০০০(সত্তর হাজার) টাকা, মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স এর মালিকপক্ষ ওয়াহিদুজ্জামানকে ৮০০০০(আশি হাজার) টাকা , কর্ণফুলী ব্রিক্স ফিল্ড রাকিব উদ্দিনকে ৫০০০০(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর ১৪,১৫ এবং ১৬ ধারা মোট ২লক্ষ ৮০হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। দীঘিনালা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা (ইউএনও) বলেন, আইনের প্রতিটা ধারাই লংঘন করা হয়েছে সব কয়টি ইট ভাটাতই। প্রতিটা ইট ভাটাকেই লাইসেন্স এর আওতায় এসে ব্যবসা পরিচালনা করার নির্দশনা দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। ফলশ্রুতিতে যদি পরে একই ধরণের কার্যক্রম চালু থাকতে দেখা যায় সেক্ষেত্রে শাস্তির মাত্রা আরোও বাড়বে,এমনকি ইট ভাটা বন্ধও করে দেয়া হতে পারে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button