দীঘিনালায় হানাদার মুক্ত দিবস পালন

মো: সোহেল রানা দীঘিনালা প্রতিনিধি:
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায় ১৫ডিসেম্বর হানাদান মুক্ত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার(১৫ডিসেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আয়োজনে শোভাযাত্রা, শহীদদের স্মরণে বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধাঞ্জলি, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন ও শান্তির পায়রা অবমুক্তকরণ শেষে উপজেলা অডিটরিয়াম সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড‘র সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান’র সঞ্চালনায় দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটির সভাপতি মোঃ এরশাদ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন, মুক্তিযুদ্ধকালীন (বিএলএফ) জেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা বাবু রণ বিক্রম ত্রিপুরা। এসময় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মির্জা মেহেদী আসলাম বেগ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক চৌধুরী। এছাড়াউপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধার পরিবার, সন্তান ও প্রজন্ম, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।