মো: সোহেল রানা:
খাগড়াছড়ি দীঘিনালায় নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডাররদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা করা হায়েছে।
রবিবার(২৪নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তৃনমূল উন্নয়ন সংস্থার আয়োজনে আস্থা প্রকল্পের বাস্তবায়নে বোয়ালখালী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডাররদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভার সভাপতিত্ব করেন আস্থা প্রকল্পের বাস্তবায়নে দীঘিনালা উপজেলা ইয়ুর্থ গ্রুপের আহবায়ক মো: হাসান মোর্শেদ রিফাত। তৃনমূল উন্নয়ন সংস্থার ফিল্ড এসোসিয়েট সোনিয়া দাশ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি নাগরিক প্লাটফর্ম‘র সদস্য ও দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবাখালী ইউনিয়ন‘র মহিলা মেম্বার বিপুরীতা চাকমা, বোয়ালখালী ইউনিয়নের মহিলা মেম্বার মল্লিকা চাকমা প্রমূখ।
এতে বক্তরা বলেন, সকল সম্প্রদায়ের মাঝে বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ করতে হবে। সকল প্রকার উস্কানিমূলক আচার আচারন পরিহার করতে হবে। পিছে পরা জনগোষ্ঠির মানুষের উন্নয়নে কাজ করতে হবে। সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে মানুষকে ধারনা দিতে হবে। সরকারি ভাবে বিভিন্ন প্রশিক্ষন নিয়ে ঘরে বসে যুবরা ইনকাম করতে পারে। কোন প্রকার গুজবে ছড়ানো যাবে না। সমাজে অবক্ষয় দূর করতে যুবদের দায়িত্ব নিতে হবে ও যুবদের ভূমিকা অপরশীম।
আপনার মতামত লিখুন :