মো: সোহেল রানা: বন্যার্তদের মাঝে ত্রান বিতরন অব্যহত রেখেছে দীঘিনালা সেনা জোন । ২৩আগস্ট শুক্রবার সকালে দীঘিনালা সেনা জোনের নেতৃত্বে ক্যাপ্টেন হাসনাইন আলভী কবাখালি হালিমিয়া মাদরাসাসহ তারবুনিয়া আশ্রয় কেন্দ্রে ৩ শতাধিক প্যাকেটজাত খাবার বিতরন করেন। দীঘিনালা জোনের কোয়াটার মাস্টার ক্যাপ্টেন আবু রায়হান এর নেতৃত্বে কবাখালি কিন্ডার গার্টেন স্কুলে শতাধিক প্যাকেট, হাসিনসানপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ২ শতাধিক প্যাকেট এবং হাসিনসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে শতাধিক প্যাকেটজাত খাবার বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মো: হারুনুর রশিদ, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, ইউপি সদস্য স্মৃতি কাঞ্চন চাকমা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বিপুরীতা চাকমা প্রমূখ।
আপনার মতামত লিখুন :