মো সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দা লাইফলং সাক্সেস অফ অরফান চিল্ড্রেন ইন বাংলাদেশ (সফল) প্রকল্প বাস্তবায়নে তৃনমূল উন্নয়ন সংস্থা আয়োজনে দীঘিনালায় ১৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষকের অংশগ্রহনে উপজেলা পর্যায়ে একুশ শতকের স্কুল এবং শিখন বিষয়ে দিনব্যাপি কর্মশালা করা হয়েছে।
মঙ্গালবার(৩০জুলাই) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা সেমিনার কক্ষে এনজিও তৃনমূল উন্নয়ন সংস্থার আয়োজনে সফল প্রকল্পের বাস্তবায়নে দীঘিনালা উপজেলা সফল প্রকল্পের সমন্বয়কারী প্রীতি চাকমা সঞ্চালনায়, তৃনমূল উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক রিপন চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শ্রী ধর্মজ্যোতি চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো সাইফ উদ্দীন বিপ্লব, তৃনমুল উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমা, দীঘিনারা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা, সাংবাদিক মো: সোহেল রানা প্রমূখ।
কর্মমালায় উপজেলা পর্যায়ে একুশ শতকের স্কুল এবং শিখন বিষয়ে প্রজেক্টর এর মাধ্যমে বিস্তরিত তুলেধরে আলোচনা করেন প্রজেক্ট অফিসার পল ত্রিপুরা ।
কর্মশালায় উপজেলা চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা বলেন, প্রাথমিক শিক্ষার স্থর হলো শিক্ষা মূল ভিত্তি,মূল ভিত্তি যদি ঠিক না থাকে তাহলে উপরের স্তরুলো ভালো করতে পারবে না শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। অধিকতর দায়িত্ব নিতে হবে। শিক্ষা মানুষের প্রতিশ্রদ্ধাশীল মূলোবোধ তৈরি করে। স্মার্ট বাংলাদেশ নাগরিক হতে হলে বিশেষ গুনাবলী থাকতে হবে, শুধু দেশে নাগরিক হতে চলবে না, বিশ^ নাগরিকের ভূমিকা পালন করতে হবে। তথ্য শক্তি কাজে লাগতে হবে, প্রচুর তথ্য সম্পর্কে ধারনা থাকতে হবে। এছাড়াও মাতৃভাষা ছাড়ও বিভিন্ন ভাষা, জাতিসত্তার সাংস্কৃতি সম্পের্কে ধারনা থাকতে হবে।
আপনার মতামত লিখুন :