মো: সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ২৪ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কবাখালী ইউনিয়নে তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাচিনসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়, উত্তর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবলাখালী শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থারত বন্যার্ত ২শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ত্রান সহায়তা বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফ উদ্দিন বিপ্লব। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্চায়ন চাকমা, সোনামিত্র চাকমা, প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান, জ্ঞানজ্যোতি চাকমা, যতীন্দ্রলাল ধামাই, আকলিমা আক্তার, সুভাস দত্ত চাকমা, পিংকি চাকমা, সুমিতা চাকমা, সহকারী শিক্ষকদের মধ্যে সোমেশ খান, শান্তিময় ত্রিপুরা, মোঃ রফিকুল ইসলাম, আবুল কালাম তালুকদার প্রমূখ। শিক্ষকরা বলেন, ‘আমাদের সীমিত সাধ্যের মধ্যে থেকে সংকটময় সময়ে বন্যার্তদের পাশে থাকতে পেরে দীঘিনালার প্রাথমিক শিক্ষা পরিবারের কবাখালী ক্লাস্টার শিক্ষকরা নিজেদেরকে ধন্যমনে করছি।
আপনার মতামত লিখুন :