দীঘিনালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

মো: সোহেল রানা : খাগড়াছড়ি দীঘিনালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটরিয়াম সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মো. মাইন উদ্দিন’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. কাশেম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সহকারী কমিশনার ভূমি মো. কাওসার হামিদ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তনয় তালুকদার, প্রাণী সম্পদ কর্মকর্তা জহুর লাল চাকমা প্রমূখ। আলোচনা সভায় বক্তরা বলেন, ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিলো। পরবর্তীতে প্রতি বছরের ১৪ ডিসেম্বর দেশব্যাপী শ্রদ্ধাভরে পালন করা হয় এই শহীদ বুদ্ধিজীবী দিবস। এসময় বক্তারা ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করেন এবং তাদের আত্নত্যাগ ও অবদানের কথা স্বীকার করেন।