দীঘিনালায় মুজিব পল্লীতে শীতার্তদের মাঝে কম্বল বিরতণ

মো: সোহেল রানা : খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দীঘিনালা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় পশ্চিম বেতছড়ি আশ্রয়ন প্রকল্প এলাকায় (মুজিব পল্লী) শীতার্ত জনসাধারণের মাঝে কম্বল বিতরণ করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মুস্তফা। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মুশফিকুর রহমান, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দিন প্রমূখ।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, ‘‘মেরুং ইউনিয়নের পশ্চিম বেতছড়ি আশ্রয়ন প্রকল্পে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতার্ত, দুঃস্থ ও দরিদ্র জনসাধারনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ভান্ডার থেকে প্রেরিত শীতবস্ত্র বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত ভালোবাসার উষ্ণতায় আলোড়িত হয়েছে আশ্রয়ন প্রকল্পের প্রতিটি পরিবারের হৃদয়’’।
দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের পশ্চিম বেতছড়ি (মুজিব পল্লী) এলাকায় আশ্রয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী ৬০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।