বন্যা কবলিত পরিবারে দিঘীনালা সেনা জোনের ত্রান বিতরন


admin প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৪, ৮:০৫ অপরাহ্ন /
বন্যা কবলিত পরিবারে দিঘীনালা সেনা জোনের ত্রান বিতরন

মো: সোহেল রানা : দীঘিনালায় বন্যা কবলিত পরিবারের মাঝে জোনের পক্ষথেকে খাবার বিতরন করা হয়েছে। ২৫আগস্ট রবিবার সকালে বন্যা কবলিত পরিবারে ত্রান বিতরন করেন, কোয়াটার মাস্টার ক্যাপ্টেন মো: আবু রায়হান, প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, মেরুং ইউপি ৮নং ওয়ার্ড সদস্য শান্তিপ্রিয় চাকমা ও প্রেসক্লাব সাধারন সম্পাদক মো: আল আমিন প্রমূখ।
এসময় মেরুং ইউপির বন্যা কবলিত দেড়শতাধিক পরিবারকে ত্রান সামগ্রী প্রদান করা হয়। মনের মানুষ জয়ন্ত মোহন কার্বারী পাড়ায় বন্যার পানিতে মৃত রুসা চাকমার পিতা পন্টু চাকমাকে দীঘিনালা জোনের পক্ষ থেকে ১০হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।